ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
উড়ন্ত বাংলাদেশের নারী দল ভুটানকে বিধ্বস্ত করে পৌছে গেল ফাইনালে। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে গোল উৎসব করেছে লাল সবুজের নারীরা। জিতেছে ৮-০ ব্যবধানে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় অধিনায়ক সাবিনার হ্যাটট্রিকে বড় জয় পায় বাংলাদেশ।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে বাংলাদেশকে এগিয়ে নিতে বেগ পেতে হয়নি ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাকে। যদিও গোল করার ১৪ মিনিট পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় টুর্নামেন্টে এখন পর্যন্ত চার গোল করা স্বপ্নাকে।
অবশ্য তাতে থেমে থাকেনি সাবিনা, মারিয়াদের গোল উৎসব। ব্যবধান দ্বিগুন করেন সাবিনা খাতুন। ম্যাচের বয়স তখন ১৮ মিনিট। ১২ মিনিট পরই এবার কৃষ্ণা রানীর ফর্মে ফেরা ভুটানের জালে বল জড়িয়ে।
বিরতিতে যাওয়ার আগেই আরও এক গোল করেন সিরাত জাহান স্বপ্নার বদলি ঋতুপর্ণা চাকমা।
বিরতি থেকে ফিরেই নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন অধিনায়ক সাবিনা। ৫২ মিনিটে মাসুরা পারভিন স্কোরবোর্ডে যোগ করেন আরও এক গোল। এবারের টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেছেন সাবিনা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত