ফেনীতে ৩৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২

| আপডেট :  ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:১০  | প্রকাশিত :  ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:১০

ইসমাইল হোসেন ফরিদ, পরশুরাম (ফেনী) প্রতিনিধি: ফেনীতে ৩৪ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।এঘটনায় দুই যুবকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসে সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়ি এলাকার মোঃ আবু তাহেরের ছেলে মো. আলমগীর প্রকাশ মান্না(২০) ও একই এলাকার মিটু চৌধুরীর বাড়ির (ভাড়াটিয়া)- মোঃ শাহ আলমের ছেলে মো. জাহিদুল আলম(৩৪)।

ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,এঘটনায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত