রাফিনিয়া-নেইমারদের তাণ্ডবে ব্রাজিলের ৫ গোল

| আপডেট :  ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২  | প্রকাশিত :  ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩২

প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। রাফিনিয়া-নেইমারদের তাণ্ডবে তিউনিশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওরা। বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়ার জোড়া গোলের সাথে লক্ষ্যভেদ করেছেন নেইমার, রিচার্লিসন ও পেদ্রো।

প্যারিসে ম্যাচের ১১ মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত হেডারে লিড নেয় সেলেসাওরা। তবে ১৮ মিনিটে ওমর তালবির গোলে সমতায় ফেরে তিউনিশিয়া। পরের গল্পটা কেবল ব্রাজিলের। ১৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। ২৯ মিনিটে স্পটকিক থেকে তৃতীয় গোল করে দলের সাথে মাঠের সব ব্রাজিল ভক্তদের সাম্বা নাচের উপলক্ষ্য এনে দেন নেইমার।

৪০ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোল করেন রাফিনিয়া। ৪২ মিনিটে তিউনিশিয়া ডিফেন্ডার দিলান ব্রোন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তার দল। বদলি হেসেবে নেমে ৭৪ মিনিটে ফ্লামেঙ্গো ফরোয়ার্ড পেদ্রো ব্রাজিলের জার্সিতে নিজের প্রথম গোল পেলে ৫-১’র বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত