রাজশাহীতে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫০ শতাংশের বেশি
রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৫০ শতাংশ অতিক্রম করেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে গতকাল শনিবার ৩৬৬ জনের নমুনা পরীক্ষার পর ১৮৪ জনের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ২৭ শতাংশ।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনা ওয়ার্ডে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আইসিইউতে মারা যাওয়া দুজন করোনা পজিটিভ ছিলেন। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এ ছাড়া করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অপর চারজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও চুয়াডাঙ্গায়। তাঁদের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষার আগেই মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে নতুন করে আরও ৩০ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই রাজশাহীর। অপর ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের আটজন, নওগাঁর তিনজন ও নাটোরের একজন রয়েছেন। এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন মোট ২৩৫ জন।
এদিকে, রাজশাহীতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে জরুরি সভার আহ্বান করা হয়েছে। সভায় করোনা সংক্রমণ রোধে করণীয় সর্ম্পকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত