ফাঁস হলো ব্যালন ডি’অর তালিকা
১৭ অক্টোবর ব্যালন ডি’অর অনুষ্ঠিত হবার আগেই ফাঁস হয়ে গেছে এবারের তালিকা। যেখানে বিজয়ী হিসেবে এক নম্বরে আছেন রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমা। লিস্টের এক নম্বরে থাকা বেনজেমার মোট পয়েন্ট ২৭। দুই নম্বরে থাকা সাদিও মানের পয়েন্ট ১৬। আর ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন মোহাম্মদ সালাহ।
গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি জিতেছেন লিগ শিরোপাও। মৌসুমে গোলের হিসেবে পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কির চেয়ে বেশ পিছিয়ে থাকলেও ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে অনেক এগিয়ে ছিলেন তিনি। ৪৬ ম্যাচে ৪৪ গোল করেছিলেন বেনজেমা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত