আগামী জুনেই পদ্মা সেতু উদ্বোধন: ওবায়দুল কাদের

| আপডেট :  ০৬ জুন ২০২১, ০৩:২৯  | প্রকাশিত :  ০৬ জুন ২০২১, ০৩:২৯

আগামী বছরের জুন মাসেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সকালে রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা জানান। সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার অসীম সাহসের জন্যই আজ স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ কাজের শেষ পর্যায়ে।

পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সার্বিক অগ্রগতি শতকরা ৬৯ ভাগ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত