বিশ্ব ইজতেমা নিয়ে আন্তমন্ত্রণালয় সভা বৃহস্পতিবার

| আপডেট :  ১১ অক্টোবর ২০২২, ১০:৫১  | প্রকাশিত :  ১১ অক্টোবর ২০২২, ১০:৫১

বিশ্ব ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আন্তমন্ত্রণালয় সভার আহ্বান করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক আনিসুল ইসলাম চ্যানেল24 এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মহামারি করোনার কারণে গেল দুই বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শীতের সময়ে অনুষ্ঠিত হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে এই ইজতেমায়।

সর্বশেষ ২০১৯ সালের ৫৫তম বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। দুই বছর বিরতির পর আবার ২০২২ সালের বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।

ভারতের প্রখ্যাত মাওলানা ও তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের একটি বক্তব্যকে ঘিরে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। বর্তমানে ইজতেমা আয়োজনে দুটি গ্রুপ তৈরি হওয়ায় আলাদাভাবে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। একটি গ্রুপ ভারতের মাওলানা সাদ অনুসারী এবং অপরটি মাওলানা যোবায়ের অনুসারী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত