যে কারণে জানাজার নামাজে মৃত ব্যক্তির বুক বরাবর দাঁড়ান ইমাম

| আপডেট :  ১৪ অক্টোবর ২০২২, ০১:০০  | প্রকাশিত :  ১৪ অক্টোবর ২০২২, ০১:০০

জানাজার নামাজে ইমাম মৃত ব্যক্তির বক্ষ বরাবর দাঁড়াবে—এটাই ইসলামের বিধান। ইমামের পেছনে মুক্তাদিদের কাতার হবে। সবাই আল্লাহর ইবাদত হিসেবে জানাজার ফরজ আদায়ের নিয়ত করবে।

জানাজার নামাজে ইমাম মৃত ব্যক্তির বক্ষ বরাবর দাঁড়ানোর কারণ হলো, বক্ষ হলো অন্তরের আবাসস্থল।

আর অন্তর হলো গোটা দেহের চালকের মতো। মানুষের গোটা দেহ মাথা থেকে পা পর্যন্ত মুকাল্লাফ তথা ইসলামী শরিয়তের ভারার্পিত। আর সিনা বা বক্ষে অবস্থিত অন্তর সবার শাসক ও বাদশাহ। সেখান থেকেই ভালো-মন্দের নির্দেশ বের হয়।

সুতরাং এ স্থানই উপযুক্ত যে সুপারিশকারী ইমাম তার পাশে দাঁড়িয়ে তাকে আল্লাহ তাআলার সামনে নিয়ে তার জন্য সুপারিশকারী হবে। যখন অন্তরকে ক্ষমা করা হবে তখন অন্য সমস্ত অঙ্গ এর অনুগামী হিসেবে ক্ষমাপ্রাপ্ত হবে। কেননা, দুনিয়া ও আখিরাতে সমস্ত অঙ্গ অন্তরের অনুগামী। নবী করিম (সা.) ইরশাদ করেন, ‘মানবদেহে গোশতের এমন একটি টুকরা আছে, যা সতেজ থাকলে গোটা দেহ সুস্থ থাকে, আর তা নষ্ট হলে গোটা দেহ অকেজো হয়ে পড়ে। সাবধান! তা হলো কলব। ’ (বুখারি ও মুসলিম)

সুতরাং অন্তরের ক্ষেত্রে যখন সুপারিশ কবুল হবে তখন গোটা অঙ্গের ক্ষেত্রেও কবুল হবে। তাই জানাজায় ইমামের জন্য মৃত ব্যক্তির বক্ষ বরাবর দাঁড়ানোর বিধান দেওয়া হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত