এশিয়া চ্যাম্পিয়নদের পাত্তাই দিলো না নামিবিয়া

| আপডেট :  ১৬ অক্টোবর ২০২২, ০১:৪৯  | প্রকাশিত :  ১৬ অক্টোবর ২০২২, ০১:৪৯

একমাস আগেই পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। অথচ মাস পূর্ণ হওয়া আগেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পুঁচকে নামিবিয়ার কাছে বিশাল ব্যাবধানে হারল এশিয়া চ্যাম্পিয়নরা। লঙ্কানদের ৫৫ রানে বড় ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দলটি।

রোববার (১৬ অক্টোবর) বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কান কাপ্তান। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ করে দলটি। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়ার দুর্দান্ত বোলিংয়ে বিধ্বস্ত হয় লঙ্কান ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৮ রানে থামে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসরের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত