সচিবকে অবসরে পাঠানোর ব্যাপারে যা বললেন তথ্যমন্ত্রী

| আপডেট :  ১৭ অক্টোবর ২০২২, ০৯:৩৮  | প্রকাশিত :  ১৭ অক্টোবর ২০২২, ০৯:৩৮

চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ জানেন না ড.হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্নিহিত কারণ কি, সেটা জানি না। অন্তর্নিহিত কারণ বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে।

চাকরি যাওয়া তথ্য সচিবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিষয়ে যে অভিযোগ উঠেছে সে বিষয়েও কোনো মন্তব্য করেননি তিনি।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে সচিব মকবুল হোসেনকে অবসর প্রদান করা হলো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত