কচুয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

| আপডেট :  ২০ অক্টোবর ২০২২, ১২:২৯  | প্রকাশিত :  ২০ অক্টোবর ২০২২, ১২:২৯

লোকনাথ সরকার, চাঁদপুর কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বুধবার রাত ৯ টার দিকে গৌরিপুর কচুয়া-হাজীগঞ্জ সড়কে কালোচোঁ নামক স্থানে ঢাকামুখি মটরসাইকেল একটি কন্টেইনার ট্রাককে অতিক্রম করার সময় মটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন ও অপর আরোহী আহত হন।

নিহত মটর সাইকেল চালকের নাম রাজন সাহা (৩৮) ফরিদগঞ্জ উপজেলা ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী জানান, ঢাকামুখি মটরসাইকেলটি কন্টেইনার ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন। এবং ট্রাক চালক অতিদ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মো. ইব্রাহীম খলিল বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পরিবার অভিযোগ প্রাপ্তি সাপেক্ষ আইনগত ব্যবস্থ নেওয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত