মুস্তাফিজের উন্নতি হচ্ছে : শ্রীরাম

| আপডেট :  ২১ অক্টোবর ২০২২, ১০:১২  | প্রকাশিত :  ২১ অক্টোবর ২০২২, ১০:১২

একসময়ের বিশ্বের সকল ব্যাটারের আতঙ্ক হয়ে থাকা মুস্তাফিজুর রহমান এখন সাধারণ মানে নেমে এসেছেন। নিজেকে বদলে ফেলার তাড়না না থাকায় তার বল বুঝতেও কারও সমস্যা হয় না। ছোটখাট দলের কাছেও বেদম মার খান। অথচ একসময় তার ভয়ংকর স্লোয়ারে কত ব্যাটারই না খাবি খেয়েছেন! দিন যত গড়িয়েছে, মুস্তাফিজের সেই স্লোয়ারও যেন কোথায় হারিয়ে গেছে।

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। সেটাই এখন পর্যন্ত তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। কারণ, পরের তিন ম্যাচে একাদশে সুযোগই পাননি! বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান খরচায় কোনো উইকেট পাননি মুস্তাফিজ। এই রান খরচ কমার বিষয়টিকেই ‘উন্নতি’ হিসেবে দেখছেন শ্রীরাম। মুস্তাফিজের মাঝে তিনি উন্নতির ছাপ দেখছেন।

ব্রিসবেনে আজ বৃহস্পতিবার মুস্তাফিজের বিষয়ে সাংবাদিকদের শ্রীরাম বলেন, ‘প্রস্তুতি ম্যাচে সে সত্যিই ভালো বল করেছে। নেটেও ভালো করছে। আমরা ওর স্লোয়ার বল নিয়ে কাজ করছি, যেটা ছিল তার সেরা ডেলিভারি। অ্যালান ডোনাল্ডের সঙ্গে মিলে সে অনেক ফুটেজ দেখছে নিজের বোলিংয়ের, আমার সঙ্গেও কাজ হচ্ছে। স্লোয়ার বলে ওর আর্ম স্পিড নিয়ে কাজ করছি আমরা। আমার মনে হয়, ওর উন্নতি হচ্ছে। ‘

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত