২০০০ ছক্কার মাইলফলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ

| আপডেট :  ২১ অক্টোবর ২০২২, ১০:২১  | প্রকাশিত :  ২১ অক্টোবর ২০২২, ১০:২১

টি-টোয়েন্টি ক্রিকেট বলতেই সমর্থকদের মনে ছক্কা ভেসে আসে। আর বিশ্বকাপ হলে তো কথাই নেই। যেহেতু বিশ্বকাপ আইসিসি আয়োজন করে, তাই উইকেটও তারাই তৈরি করে। ফলে সমর্থকদের কথা মাথায় রেখে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লাট উইকেট বিবেচনায় রাখা হয়। ব্যাটাররা এজন্য অনেক সুবিধে পেয়ে থাকেন।

আজ বৃহস্পতিবার প্রথম রাউন্ডে শ্রীলংকা বনাম নেদারল্যান্ডস ম্যাচে দারুণ একটি মাইলফলক গড়ল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফরম্যাটটির বিশ্ব আসর ২০০০তম ছক্কার কীর্তি গড়ল। ডাচদের বাঁহাতি স্পিনার প্রিঙ্গলকে নবম ওভারে স্লগ সুইপে ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মেরে দর্শকদের অপেক্ষা ঘোচান কুশল মেন্ডিস।

এ পর্যন্ত ২১টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকিয়েছে। সবচেয়ে বেশি ২১৪টি ছক্কা মেরে শীর্ষে রেকর্ড দুবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ। তিনটি ছক্কা কম নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পর্যন্ত এ দুই দলই শুধু নিজেদের ছক্কাসংখ্যা ২০০-এর ওপাশে নিয়ে যেতে পেরেছে।

পাকিস্তান ১৯৫ ছক্কা নিয়ে তিনে । ইংল্যান্ড তাদের চেয়ে একটি ছক্কা কম মেরে চতুর্থ। ১৮২ ছক্কা নিয়ে পাঁচে শ্রীলঙ্কা। ১৭১ ছক্কা মারা নিউজিল্যান্ড ছয়ে। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এ মুহূর্তে শীর্ষে থাকা ভারত কিউইদের চেয়ে এক ছক্কা পিছিয়ে। ১৬৩ ছক্কা নিয়ে এরপরই দক্ষিণ আফ্রিকা। আর ১০০’র ওপর ছক্কা হাঁকানো ৯ দলের মধ্যে তলানিতে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২৪ বার ছক্কা মেরেছে বাংলাদেশ।

এদিকে সবচেয়ে কম ছক্কা মারা দল কেনিয়া। ২০০৭ সালে উদ্বোধনী আসরে তারা ছক্কা মেরেছিল মাত্র দুটি। কেনিয়া এরপর আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা নেপাল ৩ ম্যাচে মেরেছে সমানসংখ্যক ছক্কা। এক অংকের ঘরে ছক্কা হাঁকানো দেশ এই দুটিই।

ছক্কা সংখ্যাকে দুই অঙ্কে উন্নীত করতে পেরেছে ১০টি দেশ—আরব আমিরাত (১০), পাপুয়া নিউগিনি (১৩), হংকং (১৬), ওমান (১৯), নামিবিয়া (৩২), জিম্বাবুয়ে (৪২), আয়ারল্যান্ড (৪৮), স্কটল্যান্ড (৫১), নেদারল্যান্ডস (৫১) ও আফগানিস্তান (৯৪)। এর মধ্যে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে টেস্ট খেলুড়ে।

এক টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কাসংখ্যা বিচারে এগিয়ে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান ও আরব আমিরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০৫টি ছক্কা দেখা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১৪ ছক্কা নিয়ে দুইয়ে ভারতে অনুষ্ঠিত ২০১৬ আসর।

৩০০ ছক্কা নিয়ে তৃতীয় ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ‘ব্লকবাস্টার’ ইভেন্টটি। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা দেখা গেছে ২৭৮টি। ২৬৫টি ছক্কা দেখা গেছে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর পাঁচ বছর পর শ্রীলঙ্কায় ছক্কা দেখা গেছে আরও ৪২টি কম।

২০০-এর কম ছক্কা দেখা গেছে একটি বিশ্বকাপেই। সেটি ২০০৯ ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ—১৬৬টি ছক্কা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছক্কাসংখ্যা ৯ ম্যাচে ৫৫।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত