বাংলাদেশ সফরে ভারতীয় দলে আছেন যারা, সফর সূচি
৭ বছর পর আগামী ১ ডিসেম্বর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে সিরিজ খেলে গেছে ভারত।
এ সফরে তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।
আসন্ন এ সিরিজকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতের ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। গত মাসে এশিয়া কাপে চোট পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি।
সোমবার নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের দলে সুযোগ হয়নি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। তবে তিনি বাংলাদেশ সফরে থাকছেন।
ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্ত, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।
সফর সূচি
৪ ডিসেম্বর ঢাকার মিরপুরে প্রথম ওয়ানডে।
৭ ডিসেম্বর ঢাকার মিরপুরে দ্বিতীয় ওয়ানডে।
১০ ডিসেম্বর ঢাকার মিরপুরে তৃতীয় ওয়ানডে।
১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট চট্টগ্রামে।
২২ থেকে ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ঢাকার মিরপুরে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত