ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

| আপডেট :  ০১ নভেম্বর ২০২২, ১১:৪২  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২২, ১১:৪২

 

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বুধবার দুপুর ২টায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ ও ভারতের জন্য।

ভারত ও বাংলাদেশ সুপার টুয়েলভে নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে সমান ৪ পয়েন্ট অর্জন করে সেমির স্বপ্ন দেখছে।

বুধবার ভারত-বাংলাদেশ ম্যাচে যারা জিতবে তাদের সেমির পথ সহজ হয়ে যাবে। ভারত জিতলে তাদের সেমিফাইনালে খেলা বলতে গেলে নিশ্চিত হয়ে যাবে। টাইগারদের হারিয়ে নিজেদের পরের ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারালেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হবে।

তবে বাংলাদেশ আগামীকাল ভারতকে হারালেও সেমিফাইনালে যেতে নিজেদের পরের ম্যাচে হারাতে হবে পাকিস্তানকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অতীতের সাত আসরে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। অতীতের সেই আক্ষেপ ঘোচাতে চায় টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক/ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত