৫ রানে হার, যা বললেন সাকিব

| আপডেট :  ০২ নভেম্বর ২০২২, ০৭:২৪  | প্রকাশিত :  ০২ নভেম্বর ২০২২, ০৭:২৪

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান অষ্টম আসরের সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে জিততেই হতো।

এমন কঠিন সমীকরণে ভারতের বিপক্ষে বৃষ্টির বিঘ্নিত ম্যাচে ১৬ ওভারে ১৫১ রা তাড়ায় বাংলাদেশ তীরে গিয়ে তরী ডুবায়।

শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ বলে গিয়ে ৫ রানে হারে বাংলাদশে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। দর্শকরা উপভোগ করেছে, উভয় দলই উপভোগ করেছে। শেষ পর্যন্ত কাউকে না কাউকে জিততেই হতো, কাউকে হারতে হতো।

লিটন দাসের ২১ বলে ফিফটির ইনিংস খেলা প্রসঙ্গে সাকিব বলেন, লিটন সত্যিই ভালো ব্যাটিং করেছে, সম্ভবত সে আমাদের সেরা ব্যাটসম্যান। আমরা ভেবেছিলাম যে শুরুর পরে আমরা এটিকে তাড়া করতে পারব।

বোলিংয়ে আমাদের পরিকল্পনা ছিল ভারতের টপ অর্ডারকে দ্রুত ফেরানো। আমি তাই তাসকিনকে বল হাতে দিয়েছিল। কারণ সে আমাদের প্রধান বোলার। দুর্ভাগ্যবশত সে আজ উইকেট পায়নি।

সাকিব আরও বলেন আমরা আসরে ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করে যাচ্ছি। আমরা এই বিশ্বকাপ উপভোগ করতে চেয়েছিলাম, আশা করি সেটি করতে পেরেছি। এটা আমরা অব্যাহত রাখতে চাই।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত