ভারতের বিপক্ষে হেরেও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

| আপডেট :  ০২ নভেম্বর ২০২২, ১১:৩৬  | প্রকাশিত :  ০২ নভেম্বর ২০২২, ১১:৩৬

ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত জিততে পারল না বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে থাকত সাকিবের দল। তবে ভারতের বিপক্ষে পরাজয়ের পরও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচ যেমন বড় ব্যবধানে জিততে হবে তেমনি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। অনেকগুলো ‘যদি’, ‘কিন্তু’ বাংলাদেশের পক্ষে গেলে তবেই সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে টাইগারদের সামনে।

নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে সাকিব বাহিনীর পয়েন্ট হবে ৬। ছয় পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ভারতের পরে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের এক ম্যাচ বাকি থাকলেও প্রোটিয়াদের এখনো বাকি দুই ম্যাচ।

বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার অন্যতম শর্ত হলো দক্ষিণ আফ্রিকাকে দুই ম্যাচই হারতে হবে। যদিও সেটা প্রায় অসম্ভব। তবে দক্ষিণ আফ্রিকা এক ম্যাচ হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে। সেক্ষেত্রে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে জিততে হবে ভারতের বিপক্ষে আবার একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষেও বিশাল জয় পেতে হবে টাইগারদের।

নানা সমীকরণ, রানরেটের হিসাব মিলিয়ে যদিও বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা খুবই কঠিন, তবে সুযোগ যে নেই সেটিও নয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত