ওয়ানডে ফরম্যাটে বিসিএলের দশম আসর, সূচি প্রকাশ

| আপডেট :  ১৫ নভেম্বর ২০২২, ০৬:১৩  | প্রকাশিত :  ১৫ নভেম্বর ২০২২, ০৬:১৩

চলতি মাসের ২০ তারিখ থেকেই মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ওয়ানডে ফরম্যাটেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির দশম আসর। মঙ্গলবার (১৫ নভেম্বর) চার দলের টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতিটি দলই একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। ফাইনাল ছাড়া সবগুলো ম্যাচ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন ও চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। আগামী ২৭ নভেম্বর দিবারাত্রির ফাইনাল অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে ফরম্যাটের বিসিএলে অংশ নিবে- সেন্ট্রাল জোন, বিসিবি সাউথ, বিসিবি নর্থ ও ইসলামী ব্যাংক।

Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিসিএলের সূচি-

২০ নভেম্বর :

সেন্ট্রাল জোন বনাম ইসলামী ব্যাংক- সকাল ৯ টা, বিকেএসপি ৩
বিসিবি সাউথ বনাম বিসিবি নর্থ- সকাল ৯ টা, বিকেএসপি ৪

২২ নভেম্বর :

সেন্ট্রাল জোন বনাম বিসিবি সাউথ- সকাল ৯ টা, বিকেএসপি ৪
বিসিবি নর্থ বনাম ইসলামী ব্যাংক- সকাল ৯ টা, বিকেএসপি ৩

২৪ নভেম্বর :

সেন্ট্রাল জোন বনাম বিসিবি নর্থ- সকাল ৯ টা, বিকেএসপি ৩
বিসিবি সাউথ বনাম ইসলামী ব্যাংক- সকাল ৯ টা, বিকেএসপি ৪

২৭ নভেম্বর :

ফাইনাল- বেলা ১২ টা ৩০, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত