ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দায় বিশ্বকাপ দেখা নিয়ে আসলো নতুন ঘোষণা

| আপডেট :  ০৯ ডিসেম্বর ২০২২, ০১:২৫  | প্রকাশিত :  ০৯ ডিসেম্বর ২০২২, ০১:২৫

 

বিশ্বকাপ উন্মদনায় মেতেছে গোটা দেশ। মেতেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ও (ঢাবি)। ঢাবির বিভিন্ন হলসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপের খেলা। বিশেষ করে হট ফেভারিট দলগুলোর ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে।

সম্প্রতি ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের দর্শকের উপস্থিতি নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের। চোখ এড়ায়নি আন্তর্জাতিক ফুটবল সংস্থারও (ফিফা)। সেসব খেলার দর্শকদের উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই দুঃসংবাদ দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

তারা জাননিয়েছে, বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজান বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কতৃপক্ষ এমনটাই জানিয়েছে।

ঢাবি জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা দেখার আয়োজন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন। আর পরিবেশ বিঘ্নিত হয়। এমতাবস্থায় শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা/এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হলো।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত