জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
পূর্ব দিগন্তে কুয়াশা ভেদ করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রথমে সম্মান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দেন স্মৃতিসৌধের বেদীতে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানীদের প্রতি।
শহিদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এ সময় দেয়া হয় গার্ড অফ অনার। সশস্ত্র সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনী। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বিজয় দিবসে শহিদদের প্রতি সম্মান জানান স্পিকার, প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত