বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন চারজন। তারা হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হাসান, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
নতুন চুক্তিতে বাদ পড়েছেন চারজন। তারা হলেন-ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও নাঈম শেখ।
শনিবার ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন ২১ ক্রিকেটার। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটে আছেন সাকিব আল হাসান, মেহেদী মিরাজ,লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।
টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় টেস্ট ও ওয়ানডেতে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আছেন শুধু মাত্র ওয়ানডেতে।
টি-টোয়েন্টির পাশাপাশি এবার টেস্টে আছেন নুরুল হাসান সোহান। আর টেস্টের সঙ্গে টি টোয়েন্টিতেও জায়গা হয়েছে নাজমুল শান্তর।
মোস্তাফিজ ও আফিফ আগের মতই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে রয়েছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরিফুল ইসলাম।
শুধু মাত্র টেস্টে আছেন, মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, -এবাদত হোসেন, পেসার খালেদ আহমেদ ও ব্যাটসম্যান জাকির হোসেন।
টি-টোয়েন্টিতে রয়েছেন শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও হাসান মাহমুদ।
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি
মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।
টেস্ট এবং ওয়ানডে
তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম
টেস্ট ও টি-টোয়েন্টি
নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি
মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।
শুধু টেস্ট
মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান
শুধু ওয়ানডে
মাহমুদউল্লাহ রিয়াদ
শুধু টি-টোয়েন্টি
নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত