সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: আইনমন্ত্রী
বাংলাদেশে সংবিধান আছে, সংবিধানে জাতীয় নির্বাচন কীভাবে হবে তা সম্পূর্ণভাবে লেখা আছে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। এমন কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে তার সংসদীয় এলাকায় সফরকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে। তাতে আওয়ামীলীগ এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের কোনো আপত্তি নাই। কারণ, আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশে আওয়ামীলীগ গণতন্ত্র স্থাপন করেছে।
বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত