কবে, কখন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশ সফরের জন্য ইতোমধ্যেই শক্তিশালী দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে জস বাটলাররা। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে ইংল্যান্ড ক্রিকেট দল।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন রেহান আহমেদ ও টম আবেল। সাদা বলের ক্রিকেটে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন রেহান আহমেদ। এর আগে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের। পাকিস্তানের বিপক্ষে গত ডিসেম্বরে অভিষেক টেস্টেই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই ফরম্যাটের স্কোয়াডেই জায়গা পেয়েছেন তিনি। এছাড়া প্রথমবারের মতো ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন টম আবেল।
ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি
ওয়ানডে সিরিজের সূচি-
১ম ওয়ানডে- ১ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে- ৩ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে- ৬ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
টি-টোয়েন্টি সিরিজের সূচি-
১ম টি-টোয়েন্টি- ৯ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি- ১২ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় টি-টোয়েন্টি- ১৪ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত