ভোলা জেলায় স্বেচ্ছাসেবক দলের ৪ ইউনিটে নতুন কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভোলা জেলায় ৪টি ইউনিটে নতুন কমিটি ঘোষণা। বুধবার (৯ জুন) স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো: রফিকুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম ও ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে ভোলা জেলার ৪ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল ভোলা জেলার সভাপতি মো: জামিল হোসেন ওয়াদুদ এবং সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন এসব ইউনিট কমিটি অনুমোদন করেন।
ভোলা জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:
১. বোরহানউদ্দিন উপজেলা : আহবায়ক : মো: লিটন শিকদার, সদস্য সচিব : মো: আনোয়ার হোসেন রুবেল। যুগ্ম আহবায়ক-১. মো: জামাল হাওলাদার
২.মো: স্বাধীন চৌধুরী সুমন ৩.মো: শেখ ফরিদ ৪.মো: আমিনুল ইসলাম ৫ মো: প্রিন্স হাওলাদার ৬. মো: শামীম পঞ্চায়েত ৭.মো: সুমন পন্ডিত ৮.মোঃ আব্দুর রহমান রনি ৯.মোঃ নয়ন মাল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩. বোরহানউদ্দিন পৌর : আহবায়ক : মো: নোমান হাওলাদার, সদস্য সচিব : মো: শিপন হাওলাদার। যুগ্ম আহবায়ক -১. মো: শামীম পন্ডিত ২. মো: শিপন বাকলাই ৩. মো: নিয়াজ খান ৪. মো: আশরাফ হাওলাদার ৫.মো: ইয়াছিন ৬. মো: বনি আমিন ৭.মো: রাজিব হাওলাদার ৮. মো: মাইন উদ্দিন ৯.মো: ফয়জুল সওদাগার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪. দৌলতখান উপজেলা : আহবায়ক : মো: মহসিন রাশেদ মিয়া , সদস্য সচিব: মো: মাজহারুল ইসলাম। যুগ্ম আহবায়ক- ১. মো: জামাল সিকদার ২.মো: মাহাবুবুর রহমান কবির ৩.মো: আব্দুল ফাতাহ্ ৪. মো: জয়নাল আবেদীন ৫. মো: মিজানুর রহমান ৬.মো: আকতারুজ্জামান বশির ৭.মো: শিমুল খান ৮ মো: জামাল ৯ মো: লোকমান হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫.দৌলতখান পৌর : আহবায়ক : মো: মোসলেহ উদ্দিন হাওলাদার , সদস্য সচিব: মো: জামাল হোসেন ভুট্টু। যুগ্ম আহবায়ক- ১. মো: মাহাবুবুর রহমান ফিরোজ ২.মো: জিয়া উদ্দিন ৩.মো: মাইনুদ্দিন ৪. মো: খোকন ৫. মো: আবুল কালাম ৬.মো: দুলাল ৭.মো: নিরব হাওলাদার ৮ মো: সোহেল ৯ মো: আমির হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটিসমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত