নির্বাচনে আওয়ামী লীগকে আর ছাড় দেবে না বিএনপি
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আর জয়ী হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৩ সালে। এখনই সরব হয়ে উঠেছে প্রধান দুই রাজনৈতিক দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই নানা কৌশল অবলম্বন করছে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে শক্তিশালী আন্দোলন প্রয়োজন বলে মনে করেন তিনি।
এসময় বিএনপি মহাসচিব নেতাকর্মীদের করোনাভাইরাস মহামারীর পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধেও ‘জয়ী’ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশে এখন দুই শত্রু। একদিকে আওয়ামী লীগ শত্রু, আরেকদিকে করোনা শত্রু। এই শত্রু, এই দুই দানব তছনছ করে দিচ্ছে আমাদের সব কিছু। সেজন্য আমরা বাধাগ্রস্ত হচ্ছি। কিন্তু এটাকে আমাদের জয় করতে হবে তো।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে সরকার ‘মিথ্যা প্রচার চালাচ্ছে’ বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তার জীবন ও কর্মের ওপর লেখা বইগুলো পড়ারও পরামর্শ দেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, আমাদের বেশি করে বই পড়তে হবে। জিয়াউর রহমানকে জানতে হলে তার ওপর লেখা বই পড়তে হবে। আমাদের স্বাধীনতাকে জানতে হলে বই পড়তে হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত