খালেদার নামে স্লোগান না থাকায় ক্ষুব্ধ ফখরুল
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষীকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল তৃণমূল নেতা-কর্মীদের আরো সুশৃঙ্খল হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের নেতাদের নামে শ্লোগান থাকলেও দলীয় প্রধানের মুক্তির দাবিতে ছিল না কোন শ্লোগান। প্রায় ৩ ঘণ্টার আলোচনায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে একবারও স্লোগান না থাকায় ক্ষুব্ধও হন বিএনপির মহাসচিব।
তবে, রাজনৈতিক দর্শন না জেনে শুধু স্লোগানের রাজনীতি দিয়ে কিছুই করা যাবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের জন্য বিএনপি নেতাকর্মীদের ‘সর্বাত্মক’ প্রস্তুতি নিতে বললেন দলের মহাসচিব। তিনি, ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে সরানো এতো সহজ নয়। তাই রাজনৈতিক দর্শন জেনে নেতা-কর্মীদের শক্তি অর্জনের পরামর্শ দেন তিনি।
ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ওদের একজন এমপি কিছুদিন আগে পার্লামেন্টে বলেছেন, বড় চোরদের চুরি দেখে ছোট চোররা এখন লজ্জা পাচ্ছে। বড় চোর হচ্ছে ওদের মন্ত্রী, বড় বড় নেতারা।
করোনা মানুষের জীবন নিয়ে যাচ্ছে, মানুষের জীবনের প্রশ্ন, বাঁচার প্রশ্ন, মরার প্রশ্ন। সেখানেও তারা চুরি করছে। টেস্টে চুরি, মাস্কে চুরি, পিপিইতে চুরি, ডাক্তার-নার্সদের টাকা দেওয়ার বেলা চুরি, আইসিইউ বেডে চুরি। শেষ পর্যন্ত হাসপাতাল চুরি, একটা হাসপাতাল নাই, উধাও হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এগুলো আমার কথা নয়, আপনারাই এখন বলতে শুরু করেছেন পার্লামেন্টে, বিভিন্ন জায়গায় এই যে অর্থ পাচার হচ্ছে- এটা ভয়াবহ। আমাদের অর্থনীতিবিদরা বলছেন যে ৬ লক্ষ কোটি টাকা গত কয়েক বছরে দেশ থেকে পাচার হয়ে গেছে। এটাই আওয়ামী লীগ।
অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত