ভূমিকম্প হলে ঢাকায় উদ্ধার কাজের সুযোগ থাকবে না : স্থানীয় সরকারমন্ত্রী

| আপডেট :  ১৬ মে ২০২৩, ০১:৫৪  | প্রকাশিত :  ১৬ মে ২০২৩, ০১:৫৪

ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হলে ঢাকার অনেক জায়গায় উদ্ধারকাজ চালানোর মতো পর্যাপ্ত সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ভূমিকম্প প্রতিরোধে কোনো প্রযুক্তি নেই। এই দুর্যোগটি আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা, গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, প্রথমে আমাদের করণীয় হচ্ছে যে কোনো ভবন বা অবকাঠামো ভূমিকম্প সহনীয় ও জাতীয় বিল্ডিং কোড মেনে নির্মাণ করা। সময় থাকতে আমাদের সচেতন হতে হবে।

তিনি বলেন, সম্প্রতি তুরস্ক ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে। কিন্তু দেশটিতে প্রশস্ত রাস্তা ও উন্মুক্ত স্থান ছিল বলে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছিল। এ কারণে প্রাণহানি তুলনামূলক কম হয়েছে। ঢাকায় সেই বাস্তবতা নেই। এজন্য জনসচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে জনমত তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত