রাজশাহীতে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা, হাসপাতালে বেড খালি নেই
রাজশাহী অঞ্চলে অস্বাভাবিক হারে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রোগীর চাপ সামলাতে রাজশাহী মেডিকেলে মেঝেতেই চলছে চিকিৎসা। পরিস্থিতি সামলাতে রাজশাহী মহানগরীতে দেয়া হয়েছে লকডাউন। আবরার শাঈরের রিপোর্ট। ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন। দিন দিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে। বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় ঘোষণা করা হয়েছে লকডাউন। যাতে বন্ধ রয়েছে বাস ও ট্রেন চলাচল।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাড়তি রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। রাজশাহী ছাড়াও বিভিন্ন জেলার রোগীরা আসেন চিকিৎসা নিতে। তাই চাপটা একটু বেশি। শয্যা সংকটের পাশাপাশি ১৮ আইসিইউ বেডের বিপরীতে চাহিদা রয়েছে অন্তত ৫০টির।
চিকিৎসকরা বলছেন, ক্রমাগত যেভাবে হাসপাতালের উপর চাপ বাড়ছে তা কমানো না গেলে চিকিৎসা সেবা ভেঙে পড়া আশঙ্কা রয়েছে। বাড়াতে হবে জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধাও।
সাতক্ষীরায় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন। নোয়াখালী পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে ১৮ জুন পর্যন্ত চলবে বিশেষ লকডাউন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত