কারও খবরদারির কাছে নতজানু নয়, এটাই বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
কারও খবরদারির কাছে বাংলাদেশ নতজানু হবে না, এটাই বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৮ জুন) সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এ কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য যার সাথে বন্ধুত্ব করা দরকার, সেই নীতি রক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো, কারও সাথেই বৈরিতা নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও যুগোপযোগী করে গড়ে তুলছে সরকার। এছাড়া এসএসএফের প্রতিটি সদস্য নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। বিদেশি অতিথিরা বাংলাদেশে এসে এই বাহিনীর প্রশংসা করে গেছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত