দুমকিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন
জুবায়ের ইসলাম, দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি জনতা কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার(২৪জুন) বিকেল ৪টায় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব-১৭’-২০২৩ এর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আবু হানিফ, রেজাউল করিম, হাবিবুর রহমান জলিল ও আউয়ুব আলীর রেফারিতে এবং এইচ এম সোহাগ ও রাজিবুল ইসলাম রন্টি’র সুচারু ধারাভাষ্যে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ টীম বনাম আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ টীম এর মধ্যে অনুষ্ঠিত খেলার মধ্য দিয়ে উক্ত খেলার উদ্বোধন করা হয়। এতে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ টীম ২-০ গোলে জয় লাভ করে এবং জিল্লুরকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, লেবুখালী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুস সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, অধ্যাপক মাইনুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক আসাদুজ্জামান, দুমকী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, প্রভাষক রিয়াজুল ইসলাম, সাংবাদিক কাজী জুবায়ের হোসেন সোহান প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত