গাজীপুরের রাস্তায় বৃদ্ধের মরদেহ নিয়ে মেয়ে ও তিন নাতি
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় আব্দুল লতিফ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে শ্রীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
আব্দুল লতিফ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রায় চার বছর ধরে মেয়ে আর তিন নাতিনকে নিয়ে শ্রীপুর রেলস্টেশনে ভিক্ষা করতেন। হাতে টাকা না থাকায় মরদেহ নিয়ে রাস্তায় বসে ছিলেন ওই বৃদ্ধের মেয়ে আর তিন নাতি।
আব্দুল লতিফের মেয়ে ময়না বলেন, ‘আমাদের কোনো সহায় সম্বল নেই। চার বছর ধরে তিন ছেলে আর বৃদ্ধ বাবাকে নিয়ে শ্রীপুর স্টেশনে থাকি। সারাদিন ভিক্ষা করে পেটের ভাত জোটে। বৃদ্ধ বাবা আর তিন ছেলেকে নিয়ে রাতে মাথা গুঁজার ঠাঁই হতো রেলস্টেশনে। বুধবার রাতে আমরা ঘুমিয়ে পড়ি। বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে স্টেশনের সামনে যান। সেখান থেকে ফেরার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।’
স্থানীয় সাংবাদিক আরিফ প্রধান জানান, ‘মরদেহ নিয়ে রাস্তায় বসেছিল বৃদ্ধের মেয়ে ময়না, তিন নাতি মনির,সাকিব ও রুবেল। তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। স্থানীয়দের সহায়তায় কাফনের কাপড় আর পিকআপের ব্যবস্থা করে মরদেহ তার গ্রামে পাঠানো হয়েছে।’
শ্রীপুরের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ‘ওই বৃদ্ধ অসাবধানভাবে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে। পড়ে তিনি মারা যান।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত