সোনারগাঁয়ের দারুন নাজাত নুরানি মাদ্রাসায় সংঘবদ্ধ চুরি, আটক ১

| আপডেট :  ২০ জুলাই ২০২৩, ০৬:১৯  | প্রকাশিত :  ২০ জুলাই ২০২৩, ০৬:১৯

সোনারগাঁও প্রতিনিধি: নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাচআনী, শান্তি নগর দারুল উলুম ৫ম তলা বিশিষ্ট মাদ্রাসায় গতকাল রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়! এই চোর চক্রের সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী

এঘটনায় পিরোজপুর ইউপির মঙ্গলেরগাও এলাকার মৃত মতিন মিয়ার ছেলে আসিফ নামের এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী চুরি করার সরঞ্জাম, মিনি টর্চলাইট,স্ক্রু ড্রাইভার, লাইটার সহ জব্দ করা হয় কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যবহার করা চুরিকৃত, ফ্যান,মটর,আইপিএসের ব্যাটারী ইত্যাদি!

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ চোর সদস্যদের নাম লিস্ট করে জবানবন্দি মূলক শিকারোক্তি দেন চোর নিজেই মামলার তদন্তের স্বার্থে চোর চক্রের বাকি সদস্যদের নাম প্রাথমিক ভাবে মিডিয়ায় প্রকাশ করা হলো না।

এই দুর্ধর্ষ চুরির ঘটনা পাচআনি, শান্তি নগর,মঙ্গলেরগাও,শহীদনগর,কোরবানপুর, খাসেরগাও, মাদলাপারা,চরগোয়ালদী এলাকায় ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় সাধারন মানুষ আতঙ্কে দিন পার করছেন, শুধু মানুষের বাসাবাড়িতেই নয় ছিচকে চোরদের নজর পরে উপাসানালয় মসজিদ মাদ্রাসার মত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বাদ যায় না সুযোগ পেলেই চুরি করে নিয়ে যায় সবকিছু টিউবওয়েল চুরি স্বাস্থ্যসেবা কমপ্লেক্সের লোহার গেট সহ আশেপাশের সহজ সরল গ্রামীন মানুষের সর্ব্বস্ব চুরি করে নেয়ার অভিযোগ করেন একাধিক এলাকাবাসী, এঘটনায় শান্তি নগর দারুন নাজাত নুরানি মাদ্রাসার অধ্যক্ষ্য মাওলানা নেছারউদদীন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বাকি জরিত চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি আরো এবিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শান্তি নগর দারুন নাজাত নুরানি মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হাজী মোঃ মোহাব্বত আলি চোর চক্রের বিরুদ্ধে সবাই কে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এলাকাবাসী জানান, কিছুদিন ধরে এই এলাকাটি মাদকাসক্তদের অভয়াশ্রম হিসেবে গড়ে উঠেছে। নেশাগ্রস্থরা তাদের নেশার টাকা জোগাড় করতে না পেরে বিভিন্ন গ্রামে চুরি করে নেশার টাকার সন্ধানে ব্যস্ত হয়ে পড়েছে। এভাবে গ্রামজুড়ে চুরি বৃদ্ধি পেলে সাধারণ মানুষ নিরুপায় হয়ে পড়বে বলে জানান।

এলাকাবাসী (৯৯৯) কলের সহায়তায় সোনারগাঁও থানা পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত চোর কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত