পাপনের সঙ্গে তামিমের জরুরি বৈঠক, তামিমের ব্যাপারে যে সিদ্ধান্ত
আগামীকাল সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান নেই, তাসকিন ও ইবাদতও নেই একই কারণে। লিটন দাস নেই ছুটি নিয়েছেন বলে। অভিজ্ঞদের ছাড়াই বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছে।
এমন সময় সবার দৃষ্টি ঢাকায় ফিরিয়ে এনেছেন ফিটনেস সমস্যায় দলে না থাকা তামিম ইকবাল। বোর্ড সভাপতির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে গিয়েছিলেন আজ সাবেক অধিনায়ক। সে বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন যা বলেছেন, তাতে ঝড় উঠে গেছে।
তামিম কী কারণে দেখা করতে চেয়েছেন, এর ব্যাখ্যা সভাপতি বলেছেন, ‘তামিম দুই তিন দিন আগ থেকে বলছিল যে ও আসবে। শেষ যেবার কথা হয়েছিল, বলেছিল যে আপনি অনেক কিছু জানেন না, আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বলেছি ঠিক আছে।’
ad
তামিমের কথায় নিজের ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি, ‘আজকে যে সব বলে গেছে, তা না। আমি ওকে ওই কথাই বলেছি যেটা আমি আপনাদের অনেক আগেই বলেছিলাম। এবার আসলে আমি বোর্ড আসতে চাইনি, এটার পেছনে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, কেন? কেন! তখন আমি বলছিলাম, একটা হলো আমার সময় নেই, দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না।’
এ কারণেই এই মেয়াদে তাঁকে দলের সঙ্গে খুব বেশি দেখা যাচ্ছে না বলে দাবি বোর্ড সভাপতি, ‘ওখানেই কিন্তু আমার ইঙ্গিতটা ছিল। আমি যেটা বলছি আপনাদের, তামিমকেও সেটাই বলেছি; যে তুমি তো জান তোমাদের সঙ্গে আমি আগের মতো নেই। আগে প্রথম দুই মেয়াদে আমি টিমের সাথে একেবারেই ইনভলভ ছিলাম, এখন ছেড়ে দিয়েছি। যাদের দায়িত্ব দিয়েছি, তারা পালন করবে। তাদের কোনো অসুবিধা হলে আমার কাছে আসবে, আমি বলেছি সব সময় আমি সাহায্য করব।’
এরপরই বোঝা গেছে, তামিম আসলে আজ কী ব্যাপারে কথা বলতে গিয়েছিলেন। বিশ্বকাপের আগে হঠাৎ দল থেকে সরে গিয়েছেন তামিম। এরপর ফেসবুক লাইভে কোচ ও সাকিব আল হাসানকে নিয়ে অভিযোগ করেছেন, বলেছেন মিডিয়া ব্যবহার করে তাঁকে দল থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বোর্ড সভাপতির কাছে নিজের আচরণের পূর্ণ ব্যাখ্যাই হয়তো দিতে গিয়েছিলেন তামিম। অন্তত নাজমুল হাসানের কথায় তেমনই সুর, ‘তারপরও তামিম কিছু কথা বলল। আমি ওকে বলেছি এমন একটা সময় বলেছ যে আমার কাছে একদম সময় নেই। কারণ আর ১ মাস পর আমার নির্বাচন, আমি এখন আমার এলাকাতেই থাকছি সবচেয়ে বেশি এখন।’
নির্বাচনের পরই ক্রিকেটের জন্য ভালো হয়, এমন সিদ্ধান্ত নেবেন বোর্ড সভাপতি। সেটা কঠিন সিদ্ধান্ত হলেও। তবে তামিম কথা বলেছেন বলে যে শুধু তাঁর কথা অনুযায়ীই সিদ্ধান্ত নেবেন এমন না, ‘আমি ওকে বলছি যে দেখ, নির্বাচন থেকে এসেই শেষ হলেই যে আমি তোমার সব সমস্যা সব কিছু জানব তা তো না, আমি কারোর কথায় কিছু করব না। আগে আমার নিজের জানতে হবে সমস্যাটা কোথায় এবং আমি একদম ভেতরে ঢুকতে চাই। সবার সঙ্গে কথা বলব, নিজের সিদ্ধান্ত দেব। যেটা আমি আগে করতাম। ও বলল, “এটা খুবই ভালো কথা।“ ওর সাথে কথা হয়েছে, যাই সিদ্ধান্ত নিই সেটা হবে…। আমরা সব একসাথে সিদ্ধান্ত নেব, যেটা ক্রিকেটের জন্য ভালো হয়(বিপিএলের পর)।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত