ফাইনাল হারের পর অবশেষে মুখ খুললেন রোহিত
বিশ্বকাপে টানা ১০ জয়ে অপরাজিত থেকে ফাইনালে নেমেছিল স্বাগতিক ভারত। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে স্বাগতিকরা। ঘরের মাঠে শিরোপা খুইয়ে হতাশায় ভেঙে পড়েন ক্রিকেটাররা। ফাইনাল হারের প্রায় ২৪ দিন পর অবশেষে কথা বলেছেন অধিনায়ক রোহিত শর্মা।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রোহিত শর্মার চার মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে বিশ্বকাপের ফাইনাল হার নিয়ে কথা বলেছেন তিনি। রোহিত বলেন, ‘হারের শোক সামলে কীভাবে মূলস্রোতে ফেরা সম্ভব, তা আমার জানা নেই। কী করব, সেটাও বুঝতে পারিনি। আমার পরিবার এবং বন্ধুরা আমাকে সাহায্য করেছিল এগিয়ে চলার জন্য। সব কিছু হালকা করার চেষ্টা করে গিয়েছে। সেই হার হজম করা খুব কঠিন ছিল। কিন্তু জীবন এগিয়ে চলে। এগিয়ে যেতে হয়।’
তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে কী, এগিয়ে চলা মোটেও সহজ ছিল না। ৫০ ওভারের বিশ্বকাপ দেখে বেড়ে উঠেছি। আমার মতে চ্যাম্পিয়ন হলে সেরা পুরস্কার পেতাম। বিশ্বকাপের জন্যই এতগুলো বছর পরিশ্রম করেছি আমরা। কিন্তু শেষ মুহূর্তে যদি সাফল্য পাওয়া না যায়, তাহলে হতাশই হতে হয়।’
বিশ্বকাপে ভক্তদের সমর্থন প্রসঙ্গে রোহিত বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন এই যাত্রায় সবাই আমাদের সমর্থন করেছেন। প্রথমত, স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা সব মানুষ এবং বাড়ি থেকে যারা খেলা দেখেছিলেন তাদের প্রত্যেকের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলাম। সেই দেড় মাসের মধ্যে মানুষ আমাদের জন্য যা করেছে তা প্রশংসনীয়। কিন্তু তারপরে আবার, যদি আমি এটি সম্পর্কে আরও বেশি করে ভাবি তবে আমি বেশ হতাশ বোধ করি যে আমরা তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারিনি।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত