জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ১৭ জন, ক্যাম্পে নেই ২ জন

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩১  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩১

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিরে জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবি। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ক্যাম্প।

ক্যাম্পে রাখা হয়নি পেসার মোস্তাফিজুর রহমান, সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে আগামী ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে ৩ মে। ৪ ও ৭ মে চট্টগ্রামেই পরের দুটি টি-টোয়েন্টি, এরপর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ।

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্প:

নাজমুল হোসেন, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত