১৭ রানও ঠেকাতে পারলেন না ফিজ, হার চেন্নাইয়ের

| আপডেট :  ২৪ এপ্রিল ২০২৪, ১২:২৮  | প্রকাশিত :  ২৪ এপ্রিল ২০২৪, ১২:২৮

প্রথম ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট। শুরুটা এমন দারুণ করলেও শেষটা সুন্দর করতে পারেননি মোস্তাফিজুর রহমান। তার খরুচে বোলিংয়ের দিনে ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হেরেছে চেন্নাই সুপার কিংস।

আজ আইপিএলে নিজেদের অষ্টম ম্যাচে লখনৌর বিপক্ষে ৬ উইকেটে হেরেছে চেন্নাই। আগে ব্যাটিং করে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ১০৮ রানের উপর ভর করে ২১০ রান করে চেন্নাই। জবাবে ৩ বল বাকি রেখে জয় পায় লখনৌ। চেন্নাইয়ের মাঠ চিদারম্বম স্টেডিয়ামে এটাই রান তাড়া করে জয়ের সর্বোচ্চ রেকর্ড।

শেষ ৩ ওভারে জয়ের জন্য ৪৭ রান ডিফেন্ড করতে হতো চেন্নাইকে। ১৮তম ওভারে বোলিংয়ে এসে দুই ছক্কায় ১৫ দেন মোস্তাফিজুর রহমান। পরের ওভারে শ্রীলঙ্কান পেসার পাথিরানাও ১৫ রান খরচ করলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৭ রানের।

শেষ ওভারে চেন্নাই মোস্তাফিজের উপর ভরসা করলেও তিনি প্রতিদান দিতে পারেননি। ১৭ রান ডিফেন্ড করতে এসে প্রথম দুই বলেই হজম করেন ছক্কা ও চার। পরের বলে নো বলসহ আছে আরও চার।

পরের বলে আবার চার হজম করেন মোস্তাফিজ। ফলে ৩ বল বাকি রেখেই জয় পায় লখনৌ। ৩.৩ ওভারে মোস্তাফিজের ফিগার দাঁড়ায় ৫১ রানে ১ উইকেট।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত