চিরুনি অভিযানে’ ৮০ লেগ স্পিনার খুঁজে বের করলো বিসিবি
বর্তমানে বিশ্ব ক্রিকেটে লেগ স্পিনাররা দাপট দেখালেও বাংলাদেশে লেগ স্পিনারের রয়েছে বড় সংকট। সাম্প্রতিক সময়ে কয়েকজন লেগ স্পিনারের দেখা মিললেও তা যথেষ্ট নয়। দীর্ঘসময় সার্ভিস পাওয়ার মতো একজন লেগ স্পিনারের অপেক্ষায় বাংলাদেশ দল। সেই লক্ষ্যে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটি সারাদেশে ‘চিরুনি অভিযান’ চালিয়ে খুঁজে বের করেছে ৮০ লেগ স্পিনারকে। পাকিস্তানের শাহেদ মেহমুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
বিসিবি দেশের ৬৪ জেলা থেকে হান্ট করেছে ৮০ জন লেগস্পিনার। শাহেদ মেহমুদ জেলা ও বিভাগে ঘুরে ঘুরে খুদে লেগ স্পিনারদের বাছাই করেছেন। গত ছয় মাস দেশের বিভিন্ন জায়গা ঘুরে একশো’র মতো লেগ স্পিনারের তালিকা করেছিলেন মেহমুদ। সেখান থেকে ট্রায়ালে ডাকা হচ্ছে ৮০ জনকে। ৩ ও ৪ মে মিরপুরের একাডেমি মাঠে ট্রায়াল হবে। ট্রায়াল থেকে ২০ জন বোলারকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হবে। তিন সপ্তাহের স্কিল ক্যাম্পের পর ১২ থেকে ১৫ জন নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নেয়া হবে।
বিসিবির গেম ডেভলাপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন এ প্রসঙ্গে বলেন, ‘লেগ স্পিনার নিয়ে অবশ্যই আমাদের বাড়তি চিন্তা আছে। ডেভেলপমেন্টে শাহেদ মেহমুদ আছেন লেগ স্পিন কোচ হিসেবে। এরই মধ্যে আমরা অনেক লেগ স্পিনার নিয়ে ট্যালেন্ট হান্ট করেছি। ৮০ জনকে খুঁজে বের করেছি। শাহেদ বাংলাদেশের আনাচে-কানাচে গিয়েছে। রংপুর, ফরিদপুর, রাজশাহী- সব জায়গায় গিয়ে কাজ করে ট্যালেন্টগুলো বের করে এনেছে।’
তিনি বলেন, ‘আমাদের এখন অনেক লেগ স্পিনার উঠে এসেছে। আগে যথাযথ যত্নের অভাব ছিল, এজন্য লেগ স্পিনার কোচ আমরা একজন নিয়েছি ডেভেলপমেন্টে। মুশতাক ভাই আমাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। উনি যদি বেশি সময় আমাদের সঙ্গে থাকেন, তাহলে এখান থেকে বেশ কয়েকজন লেগ স্পিনার পাওয়া যাবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত