দুমকিতে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ৫

| আপডেট :  ১৮ মে ২০২৪, ০৩:১৬  | প্রকাশিত :  ১৮ মে ২০২৪, ০৩:১৬

পটুয়াখালীর দুমকিতে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা-মারধরের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮, ৩ ও ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী দ্বন্দ্বে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় মুরাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান প্রার্থী কাওসার আমীন হাওলাদারের কাপ পিরিচ মার্কার সমর্থনে মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। এ সময় আনারস মার্কার সমর্থক ফারুক হোসেনকে বেধম মারধর করে কাপ পিরিচ সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে আনারস প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বোর্ড অফিস বাজারের আলম মার্কেটের সামনে কাপ পিরিচ সমর্থক রিয়াজ হোসেন নামের এক যুবককে পেয়ে আনারস সমর্থকরা মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে মুরাদিয়ার কাবিল হাওলা গ্রামে ঝন্টু হাওলাদার ও রাজ্জাক হাওলাদার নামের দুই আনারস সমর্থককে কাপ পিরিচ মার্কার প্রার্থী কাওসার আমীন ও তার কর্মীরা বেধরক মারধর করে। এ ঘটনায় উভয় প্রার্থীর পক্ষ থেকে দুমকি থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কাওসার এ বিষয়ে কথা বলতে রাজি না হলেও আনারস মার্কার প্রার্থী মেহেদী হাসান মিজান জানান, নির্বাচনী মাঠে টিকতে না পেরে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে বিরোধী পক্ষ। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি স্থানীয় থানাকে বিষয়টি অবহিত করেছেন বলেও তিনি জানান।

দুমকি থানার ওসি তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে তদন্ত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত