নিপুণের নামে ৬৪ জেলায় মামলা হবে: ডি এ তায়েব

মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব। বুধবার (২২ মে) এফডিসিতে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডি এ তায়েব।
ডি এ তায়েব বলেন, নিপুণকে সাবধান করে দেন, তার নামে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ফ্যানরা তার নামে মানহানির মামলা করতে প্রস্তুত। আমি মত দেয়ার সঙ্গে সঙ্গে তারা মামলা করে দিবে। আমি মত না দিলেও তারা মামলা করবে।
ভক্তরা কেন মামলা করতে চান? এমন প্রশ্নের জবাবে ডি এ তায়েব বলেন, কারণ নিপুণ আমার মানহানি করেছেন। যারা আমার ভক্ত এবং আমার সংগঠন করেন, আমাকে নিয়ে বিভিন্ন পোস্ট করেন; তারা নিজ নিজ এলাকায় মানহানির পর্যায়ে গেছে। আমার ভক্তরা মনে করছেন নিপুণ আমার মানহানি করেছেন। সে জন্য তারা নিপুণের নামে ৫০১ ধারায় মামলা করবে।
এর আগে বুধবার বিকেলে চলচ্চিত্রের সাম্প্রতিক সংকট নিয়ে মতবিনিময় সভায় বসে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সদস্যরা। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনায় হয়। এর মধ্যে শিল্পী কিংবা চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে পারস্পারিক বোঝাপড়া নিয়ে কথা হয়। সাধারণ মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়, এমন কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয় ১৯ সংগঠনের সদস্যদের।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে অভিনেতা ও প্রযোজক ডিপজলের কাছে ১৬ ভোটের ব্যবধানে হেরে যান নিপুণ আক্তার। ফল ঘোষণার পর তিনি ডিপজলসহ সব বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করেন।
কিন্তু এর প্রায় এক মাস পর গত ১৫ মে সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে রিট করেন নিপুণ। সেখানে তিনি ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলেন। ইতোমধ্যে হাইকোর্ট সেই রিটের শুনানিতে সাধারণ সম্পাদক পদের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। পাশাপাশি নিপুণের অভিযোগ তদন্ত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশও দিয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত