এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ ‘খুবই ভালো ছিল’: বাইডেন

| আপডেট :  ১৬ জুন ২০২১, ০১:০৪  | প্রকাশিত :  ১৬ জুন ২০২১, ০১:০৪

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ ‘খুবই ভালো ছিল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামিট উপলক্ষে ব্রাসেলসে জো বাইডেনকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন।

বৈঠকে প্রবেশের পূর্বে একজন সাংবাদিক আফগানিস্তানে তুরস্কের উপস্থিতি সম্পর্কে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রশ্ন করেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি খুবই ভালো ছিল।

এর আগে গত সোমবার সামরিক জোট ন্যাটো সদরদফতরে রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও জো বাইডেন বৈঠকে মিলিত হন। ৪৫ মিনিট ব্যাপী এই বৈঠকটি উভয় প্রেসিডেন্টের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ ছিল।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত