ভারত-পাকিস্তান ম্যাচে বড় ধরনের হামলার হুমকি, প্রস্তুত রাখা হচ্ছে হাসপাতাল

| আপডেট :  ৩০ মে ২০২৪, ০৪:৫০  | প্রকাশিত :  ৩০ মে ২০২৪, ০৪:৫০

জনপ্রিয় ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। ক্রিকেটপ্রেমীরা এই দুই দলের লড়াই দেখতে অপেক্ষায় থাকেন সব সময়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

তবে সেই ম্যাচকে ঘিরে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে আইএসএস-কে জঙ্গি সংগঠন। আইএসএস-কে এর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার কথা বলা হয়েছে। তারা এই হামলার নাম দিয়েছে ‘লোন উলফ’।

যে কেউ এই হামলা করতে পারে বলে উল্লেখ করা হয়েছে ভিডিওতে। যে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়অস্ত্র। নিচের অংশে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো আর আমরা আছি তোমাদের অপেক্ষায়।’

নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার এই হুমকির কথা স্বীকার করে বলেন, ‘একটি ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনও কিছুই উড়িয়ে দেওয়া যায় না।’

এদিকে নাসাউ কাউন্টির প্রধান ব্রুস ব্লেকম্যানও নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা কোনও হুমকিই হালকাভাবে নিই না। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ইতোমধ্যেই সেখানের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।’ সূত্র – টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত