লিটনের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় নির্বাচকরা
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার সকাল সাড়ে ৬টায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
বিশ্বকাপ মিশন শুরুর আগেই দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট দল। তারকা ওপেনার লিটন কুমার দাস দীর্ঘদিন ধরে ফর্মে নেই। একই অবস্থা দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারের।
টপঅর্ডার ব্যাটসম্যানদের অফ ফর্মের কারণে চিন্তায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। দলের খারাপ সময়ে প্রধান নির্বাচকসহ টিম ম্যানেজমেন্টকে পাশে পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আশা করছেন, লিটন দ্রুতই ফর্মে ফিরে আসবেন।
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘যে খেলার জন্য লিটন কুমার দাস বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছে, নামটির সঙ্গে সে এখনো সেই পর্যায়ে আসতে পারেনি। অবশ্যই খেলার মাধ্যমেই হয়তো সে ফেরত আসবে। আমি আশা করছি সে হয়তো দ্রুতই ফর্মে ফিরে আসবে।’
নিজের ভূমিকা নিয়ে গণমাধ্যমকে লিপু বলেছেন, ‘দলকে কিভাবে চাঙ্গা করা যায়, অনুপ্রাণিত করা যায়, আমার মনে হয় সে দিকটা আমাদের ফোকাস করা উচিত। খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের গ্লানি কিছুটা কাটাতে পারব।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে শ্রীলংকা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ম্যাচের আগে কিছুটা চাপে থাকবে সাবেক চ্যাম্পিয়নরা। এ ব্যাপারে লিপু বলেন, ‘তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে কিন্তু আমার মনে হয় তাদের সঙ্গে আমাদের ভালো ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে, তার থেকে আমাদের নিজেদের পারফরম্যান্সটা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমার মনে হয় দলকে সেদিকটাতে নজর দিতে হবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত