প্রত্যন্ত গ্রামে আধুনিকমানের শিক্ষা প্রতিষ্ঠান ‘এম.কে. কম্পিউটারাইজ্ড আইডিয়াল স্কুল-মাদরাসা’
প্রত্যন্ত গ্রামের শিশুদের শিক্ষায় আধুনিকতার ছোঁয়া দিতে বরগুনার পাথরঘাটা উপজেলার কালিবাড়ী চৌরাস্তায় গড়ে উঠেছে এম.কে. কম্পিউটারাইজ্ড আইডিয়াল স্কুল-মাদরাসা।
২০১৯ সালে আধুনিকমানের এ শিক্ষা প্রতিষ্ঠানটি গড়েতোলেন স্বপ্নবাজ যুবক নিয়াজ মোর্শেদ। এলাকায় উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ছোট বেলায় নিজে খুব ভালো স্কুলে লেখাপড়া করতে পারেননি তিনি। সেই থেকেই এলাকার শিশুদের মাঝে আধুনিক শিক্ষা পৌঁছে দেয়ার স্বপ্ন দেখেন নিয়াজ মোর্শেদ।
২০১৯ সালে এসে সেই স্বপ্নকে বাস্তবে রুপ দেন তিনি। নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করেন এলাকার শিশুদের জন্য ডিজিটাল স্কুল-মাদরাসা। এখানে বর্তমানে শিশু শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করানো হয়।
প্রতিষ্ঠার শুরু থেকে খুব সুনামের সাথে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ১০ জন। শিক্ষার্থী রয়েছে প্রায় দেড় শতাধিক। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য রয়েছে নির্দিষ্ট পোষাক। শিক্ষার্থীদের আনা নেয়ার জন্য রয়েছে নিজস্ব গাড়ি। রয়েছে খেলার মাঠ, নামাজের স্থান, নিজস্ব পার্ক, পুকুর, লাইব্রেরীসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
এছাড়াও এই প্রতিষ্ঠানে আবাসিক ব্যবস্থার কাজ প্রক্রিয়াধীন। যেখানে ছেলে-মেয়ে উভয়ই আলাদাভাবে থাকতে পারবে। উন্নতমানের লেখাপড়া ও স্বাস্থ্যকর খাবার দেয়ার পাশাপাশি ভালোমানের শিক্ষক দ্বারা আবাসিক শিক্ষার্থীদের লেখাপড়া করানো হবে। চলছে উন্নতমানের ক্যান্টিন নির্মাণের কাজ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত