আবু ত্ব-হা নিখোঁজ কেন? পুলিশের উদ্দেশে যা বললেন আসিফ নজরুল

| আপডেট :  ১৭ জুন ২০২১, ০১:২৮  | প্রকাশিত :  ১৭ জুন ২০২১, ০১:২৮

আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনান ও তার তিন সঙ্গীর এখনও সন্ধান না পাওয়া পুলিশকে উদ্দেশ্য করে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। বুধবার বিকালে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, এটা কেমন অরাজকতা? ছয়দিন ধরে ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনান আর তার তিন সঙ্গী নিখোজ কেন? পুলিশ কেন এ বিষয়ে মামলা নেয়নি? কেন নেবে না?

আসিফ নজরুল বলেন, আমাদের ফৌজদারী আইনের ১৫৪ ধারা অনুসারে, যে কোনো অপরাধের ক্ষেত্রে মামলা রুজু করা বা এফআইআর নেয়া পুলিশের অবশ্যপালনীয় দায়িত্ব।

তিনি আরও বলেন, বহু মামলার রায়ে এটাও বলা আছে যে, কোনো সূত্রে সংবাদের ভিত্তিতে পুলিশকে অবশ্যই এ কাজটি করতে হবে।

ঢাবির এ অধ্যাপক বলেন, পুলিশ জনগণের করের টাকায় চলা জনগণের সেবায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। শুধু নিজের পছন্দ মতো বিষয়ে তৎপর হওয়া পুলিশের কাজ নয়।

‘আদনানকে উদ্ধার বা তার বিষয়ে হদিশ জানানোর দায়িত্বও পুলিশের রয়েছে। অবিলম্বে আমরা তা দেখতে চাই।’

প্রসঙ্গত আট দিন ধরে নিখোঁজ রয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। ৮ জুলাই রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন ত্ব-হা। সঙ্গে ছিলেন দুই সহযোগী আব্দুল মুহিত ও মোহাম্মদ ফিরোজ এবং প্রাইভেটকার চালক আমির হোসেন ফয়েজ। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তারা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত