প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

| আপডেট :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২  | প্রকাশিত :  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন ড. মুহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর তাঁর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

এই সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ড. ইউনূসের বক্তৃতায় তিনি বাংলাদেশে গত দুই মাসে গণ-অভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তাঁর অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, কূটনৈতিক একটি সূত্রে আজ নিশ্চিত হওয়া গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে ওই বৈঠক হতে পারে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত