সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, আজিজের তদবিরে তার দুই ভাই হারিছ ও জোসেফের নামে চারটি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।
বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধা পাবেন না বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত