বিএনপি’র তৃণমূলে অনুপ্রবেশকারীদের দাপট, সংকটে ত্যাগী নেতারা
ইস্পাহানী ইমরান ঢাকা: হাইব্রিডদের জন্য একরকম কোনঠাসা বিএনপি’র তৃণমূল নেতা-কর্মীরা। আন্দোলনে মাঠে ছিলেন না, মামলা-হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না। ঘর ছাড়াও হতে হয়নি। বিগত দিনে ব্যবসা-বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে, তারাই এখন বিএনপি’র দাপটে কর্তা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নব্য বিএনপি নামধারী, যারা কখনোই বিএনপি’র সঙ্গে বিগত দিনে সম্পৃক্ত ছিলেন না। তারাই এখন নানা জায়গায় দখল বাণিজ্যে নেতৃত্ব দিচ্ছেন। আবার তারাই এখন তৃণমূলের ত্যাগীদের উপর ছড়ি ঘোরাচ্ছেন। দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন সড়ক ও অলিগলিতে তাদের পোস্টার-ব্যানার শোভা পাচ্ছে। বিভিন্ন নেতার অফিস ও বাসাবাড়িতে এসব হাইব্রিডদের পদচারণা বাড়ছে। ভিড় করছেন বিভিন্ন লবিং তদবির নিয়ে। অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর ধরে যেসব নেতা-কর্মী রাজপথে ছিলেন, মামলা-হামলায় সর্বস্বান্ত হয়েছেন, বরণ করেছেন পঙ্গুত্ব, ঘরছাড়া – তারাই এখন অসহায়। হাইব্রিড নেতাদের চাপে অনেকে এখন দলীয় কার্যালয় ও নেতাদের বাসা এড়িয়ে চলছেন। অনেকে মিথ্যা অভিযোগে বহিষ্কারের আতঙ্কে গুটিয়ে নিয়েছেন নিজেকে।
এ বিষয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপির নাম বানিয়ে চাঁদাবাজি করা ব্যক্তিরা আওয়ামী লীগ থেকে আসা অনুপ্রবেশকারী। ওই দলটির নেতারা এখন খোলস পাল্টিয়ে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এ বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে।
বিএনপি’র নেতা-কর্মীরা জানান, ওয়ান-ইলেভেন থেকে শুরু করে আওয়ামী সরকারের আমলে সীমাহীন নির্যাতনের মধ্য দিয়ে দলের নেতা-কর্মীরা রাজপথে থেকেছেন। অনেকে গুম হয়েছেন, অনেকে বরণ করেছেন পঙ্গুত্ব। দলের এমন কোনো নেতা-কর্মী নেই, যাদের বিরুদ্ধে মামলা হয়নি। অনেকের বিরুদ্ধে মামলার তিন সেঞ্চুরিও পার হয়েছে বিগত দিনে। এসব মামলায় সর্বস্বান্ত হতে হয়েছে তাদের। অনেকের সহায়-সম্বল দখল করেছে, অনেকের ঘরছাড়া হতে হয়েছে। তবে যেসব নেতা-কর্মী আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছেন, তারা ছিলেন বহাল তবিয়তে। ওই সময় তারা নিজেদের মতো করে ব্যবসা করেছেন, নিরাপদে থেকেছেন। কোনো নির্যাতন তাদের স্পর্শ করতে পারেনি। তারা সব সময় বিভিন্ন লবিং তদবিরে পদ বাগিয়েছেন। আর এখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারাই দলের সামনের সারিতে চলে এসেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত