উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

| আপডেট :  ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫০  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫০

ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে জানিয়ে এর প্রতিবাদে আজ বিকাল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিক্ষোভের ডাক দেন তিনি।

 

নতুন করে তিন উপদেষ্টা নিয়োগের পর থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছেন সমন্বয়করা। রবিবার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নেন সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম। তাদের শপথের পরই সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পেজে লেখেন, ‘শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই! তার উপর খুনী হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!’

অন্যদিকে হাসনাত লিখেছেন, ‘আমরা সারাদিন লীগ তাড়াবো আর বলবো, ‘মুজিববাদ, মুর্দাবাদ’। আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ।’ এরপরই কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কর্মসূচির ব্যাপারে জানিয়ে আজ দুপুরে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক আইডিতে লেখেন, ‘ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজকে ৩ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে। অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবীতে পরপর দুইটি প্রোগ্রাম হওয়ায় আমরা সকলে মিলে বিকেল চারটায় একসাথে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি।

বিকেল তিনটার পরিবর্তে বিকেল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত