সর্বত্রই অনিয়ম রয়েছে, তবে পার্বত্য এলাকায় তা একটু বেশি- ড. ইউনূস
বাংলাদেশে সর্বত্রই অনিয়ম রয়েছে, তবে পার্বত্য এলাকায় তা একটু বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা দেশের অন্য যেকোনো অঞ্চলের তুলনায় অনন্য। এটি দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। এ পরিস্থিতি মেনে নেওয়া যায় না। যদিও অনিয়ম সারাদেশেই বেশি, তবে পার্বত্য অঞ্চলে তা আরও প্রকট। আমাদের লক্ষ্য হওয়া উচিত কীভাবে এসব অনিয়ম কমিয়ে আনা যায়।
তিনি আরও বলেন, আগামী মাসে তারুণ্যের উৎসব হবে, যা সবার জন্য একটি উদযাপন। আমি আশা করি, এ উৎসবে পার্বত্য এলাকার তরুণরা এগিয়ে থাকবে। এবার প্রথমবারের মতো এই উৎসব অনুষ্ঠিত হবে এবং তারা নিজেদের উদ্দীপনা ও অংশগ্রহণের মাধ্যমে এটি সফল করবে। পার্বত্য অঞ্চলের তরুণরা দেশের অন্য অঞ্চলের তরুণদের থেকে পিছিয়ে নেই, এটি প্রমাণ করার এটাই সুযোগ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সমাধানের চেষ্টা করব।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, পার্বত্য এলাকার যা প্রাপ্য, তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য হবে এই অঞ্চলকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। পিছিয়ে থাকার সুযোগ নেই। পার্বত্য অঞ্চলের তরুণ-তরুণীরা হবে বিশ্ব নাগরিক। শুধু নিজ এলাকা নয়, তারা সারা বিশ্বকে পরিবর্তন করবে। তাই মনকে বড় করতে হবে এবং উচ্চ ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত