আমার সাথে দৈত্যর কি সম্পর্ক: ড. ইউনুস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, তুমি যদি আলাদিনের চেরাগকে স্পর্শ করো তাহলে কি হবে? সে বলে হুকুম করুন। তখন তাকে যদি তুমি বল যে এই শহরটা নতুন করে বানিয়ে দিন। সেই কিন্তু তাই করবে। হয়ত তোমরা ভাবছ। এটার সাথে এর কি সম্পর্ক। তোমার কাছে সেই চেরাগ আছে। এখন শুধু সেটা স্পর্শ করা।
তুমি যদি মনে কর যে এখন আমার ক্ষুধা লেগেছে। আমাকে কিছু খেতে দাও, সে কিন্তু তোমাকে তাই দিবে। প্রকৃত পক্ষে সে কিন্তু তৈরি ছিল তোমাকে গোটা শহর বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু তুমি চাইলা?তুমি চাইলা যে আমার ক্ষুধা লেগেছ। আমাকে ভাত দাও। এই ভূল যেন আমাদের না হয়।
তিনি আরও বলেন, আমাদের শক্তি এতো বড়, কিন্তু এই ছোট্ট একটা কিছু দিয়ে যেন আমরা সন্তুষ্ট না হই। আসলে তুমিই হলে সেই মায়াবী দৈত্য। তোমার ইচ্ছা থাকতে হবে। তা না হলে সেটা পূরণ হবে না। আমি সারা পৃথিবী বদলে দিতে পারি। কিন্তু আমি চাইলাম কি? যে আমার ক্ষুধা লেগেছে। আমাকে ভাত দাও।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত